বয়সটা চল্লিশ ছুইছুই, ৩৭। হয়তো সেরকমভাবে চলছে না শরীরটা। সঙ্গে ব্যাটটাও। আর তাই তো পরিস্থিতি বুঝেই সিদ্ধান্তটা নিলেন রস টেইলর। সময় হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার। সেই ঘোষণাটা দিয়ে দিলেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার।
টেস্ট অধ্যায় শেষ হবে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যা শুরু হবে নতুন বছরের প্রথম দিনে, প্রথম টেস্ট। এই সিরিজের পর দুই দলের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে খেলবেন রস টেইলর। তারপরই বিদায়।
বিদায়ের ঘোষণা বার্তা টুইট করেছেন টেইলর। যেখানে তিনি লিখেছেন, ‘চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’
নিউজিল্যান্ডের হয়ে টেইলর টেস্ট খেলেছেন ১১০টি। ১৯ সেঞ্চুরিতে রান ৭৫৮৪। ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
২০০৬ সালে মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেলরের। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করা ২৯০ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
Leave a Reply