খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যা আজ সামান্য বেড়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে কম, সুস্থ হয়ে রিলিজ পাচ্ছে বেশি। করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালসমূহের সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দু’জন, মোট তিনজনের মৃত্যু হয়। খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় খুলনার পাঁচটির মধ্যে দুই হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছিল।
অপরদিকে হাসপাতাল থেকে একই সময়ে ৪৪ জনকে সুস্থ হওয়ায় রিলিজ করে দেয়া হয়। আর নতুন ভর্তি করা হয় ৩৯ জনকে। হাসপাতালগুলোর মোট ৫৬৫ করোনা বেডে ২৯৭ জন ভর্তি রয়েছেন।
Leave a Reply