1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

যেসব দেশ থেকে দেখা যাবে আজকের সূর্যগ্রহণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বছরে একবার সূর্যগ্রহণের দেখা মেলে। আর সেই সূর্যগ্রহণ দেখা যাবে আজ বৃহস্পতিবার। বাংলাদেশ সময় ১টা ৭ মিনিটে এ গ্রহণ শুরু হবে। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এসে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশে বাধা দিলে মূলত সূর্যগ্রহণ হয়। এই সূর্যগ্রহণে পুরো সূর্য ঢাকা না পড়ে খুবই চিকন একটা সীমারেখা দেখা যায়। আর এই বৃত্তাকার সীমারেখাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। তিন মিনিট ৫১ সেকেন্ড ধরে দেখা যাবে এই গ্রহণ।

ইউটিসি (বিশ্বজনীন সমন্বিত সময়) অনুযায়ী, ৮টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৭ মিনিটে) এ গ্রহণ শুরু হবে। ওই মুহূর্তে, চাঁদ সূর্যের মুখ জুড়ে ধীরে ধীরে কাঁপতে শুরু করবে। এটি সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে ১০টা ৪১ ইউটিসিতে (বাংলাদেশ সময় ৪টা ৩৬ মিনিটে)। এরপর দুপুর ১টা ১১ ইউটিসিতে (বাংলাদেশ সময় ৭টা ৬ মিনিটে) শেষ হবে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, কেবল ভারতের কয়েকটি এলাকা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। লাদাখ এবং অরুণাচল থেকে এ গ্রহণ দেখা যাবে। রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড ও কানাডা থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও উত্তর আলাস্কার মতো কয়েকটি এলাকায় কেবল আংশিক গ্রহণ দেখা যাবে। তবে এসব এলাকার বাসিন্দারা রিং অব ফায়ার দেখতে পাবেন না। কানাডার বড় একটি অংশ, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ানের অংশ বিশেষও আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে বলে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সূর্যগ্রহণ দেখার সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বিশেষ গ্লাস বা টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।

সূর্যগ্রহণ দেখতে যা করবেন

১. সূর্যকে নিরীক্ষণ করার জন্য বিশেষ গগলস বা সানগ্লাস পাওয়া যায়। সূর্যগ্রহণ দেখার সময় সেটি অবশ্যই পরে নেবেন।

২. সূর্যগ্রহণের সময় আশপাশের ঝোপে কিংবা গাছের ছায়ার দিকে নজর রাখুন। গ্রহণের নানা আকার মাটির ওপর পড়া সেই ছায়ায় খুঁজে পাবেন।

৩. খালি চোখে গ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর। তাই গ্রহণ দেখার জন্য চোখের সামনে ১৩ অথবা ১৪ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ধরুন ।

৪. ১১ গ্রেডের ওয়েল্ডিং কাচ দিয়েও গ্রহণ দেখা যাবে, সে ক্ষেত্রে দুটি কাচ একত্রে জোড়া দিয়ে ব্যবহার করতে হবে। তবে কোনো ফিল্টার দিয়েই একনাগাড়ে বেশিক্ষণ সূর্যগ্রহণের দিকে তাকানো যাবে না।

৫. সোলার ফিল্টার ছাড়াও পিনহোল ক্যামেরা দিয়ে কোনো কাগজ বা পর্দার ওপর সূর্যের প্রতিবিম্ব ফেলে গ্রহণ দেখা যেতে পারে।

সূর্যগ্রহণ দেখতে যা করবেন না

১. ভুল করেও গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি এতে দৃষ্টিশক্তিও হারাতে পারেন।

২. সাধারণ সানগ্লাস কিংবা গগলস পরে গ্রহণ দেখার চেষ্টাও করবেন না।

৩. এক্সরে ফিল্ম, নেগেটিভ, ভিডিও বা অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচে সূর্যগ্রহণের ক্ষতিকর অতিবেগুনী ও অবলোহিত রশ্মি আটকাতে পারে না। হ্যারিকেনের কালিমাখা কাচের মধ্যে দিয়েও সূর্যগ্রহণ দেখবেন না।

৪. পানির মধ্যেও সূর্যগ্রহণের প্রতিবিম্ব দেখবেন না। এটিও ক্ষতিকর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com