ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৪ মে চালু করেছিলেন ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ ব্লগ। চালুর মাস পার না হতেই এই ব্লগ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রাম্পের সিনিয়র সহকারী জেসন মিলার মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে জানান, ব্লগটি চালু করার আর কোনো পরিকল্পনা নেই।
বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। তবে এটি বৃহৎ প্রচেষ্টার অংশ ছিল বলে স্বীকার করে নিয়েছেন মিলার।
যারা ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ ব্লগে ঢুকতে চাইছেন, তাদের ইমেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে ট্রাম্পের সর্বশেষ তথ্য জানানোর জন্য যোগাযোগের ঠিকানা চাওয়া হচ্ছে।
এর আগে ফেসবুক ও টুইটার ট্রাম্পকে নিষিদ্ধ করে। এর পর ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ ব্লগটি খোলা হয়। ব্লগ খোলার পর এর মাধ্যমে সরাসরি সমর্থকদের সঙ্গে কথা বলতে পারতেন ট্রাম্প।
ফক্স নিউজ প্রথম ট্রাম্পের এ ব্লগের বিষয়ে জানায়। এর পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম করতে যাচ্ছেন এমন খবরও শোনা যাচ্ছিল। যদিও পরে ট্রাম্প তা নাকচ করে দেন।
Leave a Reply