টুইটারে অ্যাকাউন্ট খুলতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও আটকে দিয়েছে সামাজিক যোগাযোগের সাইটটি। ‘ডিজেটিডেস্ক’ নামের অ্যাকাউন্টটি বৃহস্পতিবার সকালে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।
বলা হয়, নতুন এই অ্যাকাউন্টটি টুইটারের নিয়ম ভঙ্গ করেছে। জানুয়ারি মাসে ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় নয় কোটি ফলোয়ার ছিল। এ ছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। কোনো রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।
Leave a Reply