চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া খুনের আসামি ফরহাদ হোসেন রুবেল গ্রেপ্তার হয়েছেন। তাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নেজাম জানান, নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর থেকে ফয়হাদকে গ্রেপ্তারের পর এখন চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। সন্ধ্যা নাগাদ তাকে নিয়ে পুলিশ সদস্যরা চট্টগ্রামে এসে পৌঁছাবে।
রুবেল নগরের সদরঘাট থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন (৯ ফেব্রুয়ারি) তাকে কারাগারে পাঠায় আদালত। আর গত শনিবার ভোর ৬ টায় আসামিদের হাজিরা গণনার সময় রুবেলের অনুপস্থিতি কারা কর্তৃপক্ষের নজরে আসে। পরে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সকাল থেকে ‘নিখোঁজ’ জানিয়ে সেদিন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে কারা কর্তৃপক্ষ। পরে রাতে একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম। ওই ঘটনার পর জেলার রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদাতকে সরিয়ে দিয়ে দুই কারারক্ষীকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। পাশাপাশি একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
এ ঘটনার তদন্তে খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন মো. ছগীর মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরইমধ্যে কমিটি গতকাল সোমবার থেকে কাজ শুরু করেছে।
সোমবার তদন্ত কমিটি কাজ শুরু করার পর প্রথমে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে কারাগারের ভেতরে তল্লাশি চালানো হয়। পরে তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের ডিআইজি (প্রিজন) ছগীর মিয়া জানান, ভোর সোয়া ৫টায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে বন্দী রুবেলকে কারাগারের ফাঁসির মঞ্চের পাশের নির্মাণাধীন চারতলা ভবন থেকে সীমানা দেয়ালের বাইরে লাফ দিতে দেখা গেছে।
এই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদা একটি তদন্ত কমিটি করা হয়েছে। চট্টগ্রামে গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে এক ব্যক্তিকে বুকে ছুরি চালিয়ে হত্যার মামলায় ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
Leave a Reply