পশ্চিমবঙ্গে নির্বাচনকে সামনে রেখে জোট বেধেছে বামফ্রন্ট ও কংগ্রেস। তাদের জোটে নতুন সঙ্গী ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)। গতকাল রোববার ব্রিগেড ময়দানে সমাবেশ ছিল এ জোটের। সেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেন আব্বাস।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল রোববারের সমাবেশে বিপুল জনসমাগম ঘটায় বাম-কংগ্রেস-আইএসএফ জোট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গঠিত আইএসএফের যে বিপুল পরিমাণ সমর্থক রয়েছে তার প্রমাণ দিয়েছেন আব্বাস।
সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আব্বাস সিদ্দিকী বলেন, ‘নারীদের স্বাধীনতা হরণ করে নিয়েছেন মমতা। আমরা স্বাধীনতা ফেরানোর যুদ্ধে নেমেছি। রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করব। মমতাকে জিরো করে দেবো।’
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বামেদের স্লোগানের সুরে সুরে তিনি বলেন, ‘বিজেপির কালো হাত ভেঙে দেবো।’
গতকাল রোববার আব্বাস মঞ্চে উঠতে না উঠতেই জনতার উচ্ছ্বাস, অভিবাদন ছিল চোখে পড়ার মতো। তাকে সমাদর করতে চেয়ার পর্যন্ত এগিয়ে দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সেই সময়ে মঞ্চে বক্তব্য রাখছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আব্বাস ভক্তদের প্রবল স্লোগানে অধীর তখন ভাষণ থামিয়ে দেন।
বক্তব্যের শুরুতেই আব্বাস সিদ্দিকী বামেদের ধন্যবাদ জানান। তিনি জানান, তারা নির্বাচনী লড়াইয়ে যে কয়টি আসন চেয়েছিলেন, তা সহজেই ছেড়ে দিয়েছে বাম নেতৃত্ব।
আসন্ন বিধানসভা নির্বাচনকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করে আইএসএফ প্রধান বলেন, ‘রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করব। যেখানেই শরিকরা প্রার্থী দেবেন, সেখানেই সব ভুলে রক্ত পানি করে লড়ব।’
Leave a Reply