যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তার আইনজীবীরা বলেছেন, সমর্থকরা তাদের নিজস্ব ইচ্ছায় ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
খবরে বলা হয়, সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হতে যাচ্ছে। জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসন দেওয়ার পর তার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ক্যাপিটল ভবনে হামলা আগে সমর্থকদের উদ্দেশ্যে তার দেওয়া ভাষণে ‘উসকানি’ দেওয়া হয়েছিল।
বিবিসি জানিয়েছে, বিচার শুরু হলেও এ ব্যাপারে সাক্ষ্য নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। এ হামলায় চার বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে (বাংলাদেশের সময়) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরআগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।
Leave a Reply