কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৫৭ লাখ অতিক্রম করেছে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৮ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৯১৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯৪ লাখ ৪৭ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৩৪ জনের।
মেক্সিকো ১ লাখ ৬৫ হাজার ৭৮৬ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৬ হাজারের বেশি।
রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো যুক্তরাজ্য (৩৯ লাখ ৪১ হাজারের বেশি), রাশিয়া (৩৯ লাখ ৭ হাজারের বেশি), ফ্রান্স (৩৩ লাখ ৭৬ হাজারের অধিক) ও স্পেন (২৯ লাখ ৪১ হাজারের বেশি)।
মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ১২ হাজার ৩০৫ জন)। তারপরে ইতালিতে ৯১ হাজার ৩ জন, ফ্রান্সে ৭৮ হাজার ৯৪০ জন ও রাশিয়ায় ৭৫ হাজার ১০ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি
Leave a Reply