1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী পিট বুটিজেজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী মন্ত্রী হয়ে পিট বুটিজেজ ইতিহাস সৃষ্টি করলেন। ইন্ডিয়ানা রাজ্যের সাউথ ব্যান্ড সিটি মেয়র বুটিজেজ গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসাবে বাছাইপর্বে নির্বাচনে অংশ নেন। ৩৯ বছর বয়সী বুটিজেজ একজন প্রকাশ্য সমকামী। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে পিট বুটিজেজকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণা প্রদান করেন। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনে টান্সপোর্টেশন মন্ত্রী পদে সিনেট আজ তাঁর মনোনয়ন নিশ্চিত করেছে।
সিনেট তার মনোনয়ন ৮৬ ভোটে নিশ্চিত করে। বিপক্ষে পড়ে ১৩ ভোট। বাইডেনের মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সের মন্ত্রী তিনি। ৫৫ হাজার কর্মী ও বার্ষিক বিশাল বাজেটের ফেডারেল পরিবহন বিভাগের নেতৃত্ব দেবেন পিট বুটিজেজ।

সিনেট শুনানিতে দেয়া বক্তব্যে পিট বলেছেন, আমেরিকার বর্ণবাদ ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সংযোগ সৃষ্টির জন্য অবকাঠামো অবস্থা খুবই জরুরি বিষয়। পরিবহন মন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিশ্রুতি, করোনা অতিমারি সহ অন্যান্য বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। আরিজোনা থেকে নির্বাচিত প্রথম উভয়লিঙ্গের সিনেটর ক্রিস্টেন সাইনেমা মঙ্গলবার পিট বুটিজেজ মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে সভাপতিত্ব করেন। পিট বুটিজেজ পরিবহন মন্ত্রী হিসেবে বাইডেন প্রশাসনে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করায় সমকামী গ্রুপগুলো উচ্ছ্বসিত। নাগরিক অধিকারের পক্ষে এ বিষয়টিকে একটি অগ্রসর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শীর্ষ মার্কিন ‘লেসবিয়ান গে বাই সেক্সুয়েল ট্র্যান্সজেন্ডার কুইয়ার’ গ্রুপের সংগঠনের প্রেসিডেন্ট কেইট এলিস পিট বুটিজেজকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমেরিকায় সমকামীদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই আরেকটি সাফল্যের ধাপে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতিতে সমকামীদের সংগঠনগুলো সাম্প্রতিক সময়ে খুবই শক্তিশালী হয়ে উঠেছে। সর্বত্র রক্ষণশীলদের বিরোধিতার পরও সমাজে, রাজনীতিতে, প্রশাসনে সমকামী হিসেবে বৈষম্য করা এখানে দ-নীয় অপরাধ। পিট বুটিজেজ ডেমোক্রেট দলের উদীয়মান তারকা হিসেবে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে উদারনৈতিক রাজনীতিতে সমকামী গ্রুপগুলো শক্ত ভূমিকা রাখতে পারে তাদের সাংগঠনিক শক্তির জন্য।


হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হলেন আলেকজান্দ্রো মায়োর্কাস
এদিকে বাইডেন প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসাবে আলেকজান্দ্রো মায়োর্কাসের মনোনয়নও সিনেটে নিশ্চিত করা হয়েছে। তিনি হলেন প্রথম ল্যাটিনো এবং ইমিগ্রেন্ট যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ এই হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত।
মায়োর্কাস এর আগে প্রেসিডেন্ট ওমাবার সময়ে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং ইউএস সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সিনেটে মায়োর্কাসের মনোনয়ন সবচেয়ে কম ভোটে নিশ্চিত হয়। পক্ষে পড়ে ৫৬ ভোট এবং বিপক্ষে ৪৩ জন রিপাবলিকান সিনেটর ভোট দেন। যুক্তরাষ্ট্রের সপ্তম হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসাবে আলেকজান্দ্রো মায়োর্কাসকে আজ সন্ধ্যায় শপথ পাঠ করান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। কিউবার হাভানায় জন্মগ্রহনকারী আলেকজান্দ্রোর বয়স ৬১ বছর। এনিয়ে বাইডেন প্রশসনের এপর্যন্ত ৬ জন মন্ত্রীকে সিনেটে কনফার্ম করা হলো। এরমধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকিন, অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, ন্যাশনাল ইন্টিলিজেন্স পরিচালক এভ্রিল হেইনস, পরিবহন মন্ত্রী পিট বুটিজেজ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী আলেকজান্দ্রো মায়োর্কাস। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ আগে ডিপার্টমেন্ট অব জাস্টিস অর্থাৎ বিচার বিভাগের অধীনে ছিল। কিন্তু নাইন ইলেভেন পরবর্তী সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এই নতুন মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটির গোড়াপত্তন করেন। এরপর ইমিগ্রেশন বিভাগকে নতুন মন্ত্রনালয় হোমল্যান্ড সিকিউরিটির
অধীনে ন্যস্ত করা হয়। মায়োর্কাস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী হওয়ায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নিজে একজন অভিবাসী হওয়ায় তিনি অভিবাসীদের দুঃখ কষ্ট সহজেই অনুধাবন করতে পারবেন। তাছাড়া সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে বিগত চার বছরে নেয়া হয় ইমিগ্রেশন বিরোধী একের পর এক কঠিন পদক্ষেপ। মায়োর্কাস এখন এসব অবিভাসনের কঠিন আইনকে ক্রমান্বয়ে সহজ ও অভিবাসী বান্ধব করে তুলবেন এমনটা প্রত্যাশা করছেন ইমিগ্রেন্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com