ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটেও আস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। গত মঙ্গলবার মধ্যরাতে এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়। উচ্চ কক্ষের সিনেটে আস্থা ভোটে ৩১৩ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের পক্ষে ভোট পড়ে ১৫৬ ও বিপক্ষে ভোট পড়ে ১৪০টি। আর ভোটে অনুপস্থিত ছিল ১৬ জন। ফলে ইতালির বর্তমান সরকার জুসেপ্পে কন্তে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার স্বীকৃতি পেলেন।
এর আগে গত সোমবার নিম্ন কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হন জুসেপ্পে কন্তের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার। আস্থা ভোটে বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষে ৩২১ জন সংসদ সদস্য ভোট দেন। দেশটির ইতালিয়া ভিভা দলের দুই মন্ত্রী পদত্যাগ করে জোট থেকে সড়ে দাঁড়ালে আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয় ইতালিতে।
গত মঙ্গলবার রাতে উচ্চকক্ষ সিনেটে জুসেপ্পে কন্তের বিজয়ের মধ্যে দিয়ে অবশেষে ইতালির রাজনৈতিক সংকটের সমাধান হলো করোনায় বিপর্যস্ত দেশটিতে রাজনৈতিক সংকটে কিছুটা বিব্রত প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। তিনি বলেন, ‘মহামারির কারণে ইতিমধ্যেই আমরা একটি সংকট পার করছি, এর মধ্যেই রাজনৈতিক সংকট দেশটিতে গভীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে।’
ভিত্তিহীন রাজনৈতিক সংকট সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে ইতালির ভবিষ্যৎ গড়ে তোলার জন্যে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছন জুসেপ্পে। এদিকে জুসেপ্পে কন্তের নিরঙ্কুশ বিজয়ে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীরা বেশ উচ্ছ্বসিত।
Leave a Reply