করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীন পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী টিম। ২০১৯ সালে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই এই ভাইরাসের উৎস কি তার অনুসন্ধান করবেন এই টিম। অভিযোগ আছে, এই ভাইরাস কোনো প্রাণিদেহ থেকে মানুষে সংক্রমিত হয়নি। এই ভাইরাস উহানের একটি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে। তাই আসল রহস্য কি তা অনুসন্ধান করা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেইজিংয়ের মধ্যে। এরপর অনেক ঘটনা ঘটে গেছে। সম্প্রতি অনুসন্ধানকারী টিমের কয়েকজন বিজ্ঞানী ভিসা জটিলতার কারণে যাত্রাবিরতি করেছেন।
Leave a Reply