1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

‘আবদুল কাদের মির্জা নয়, আমাদের দরকার নৌকার জয়’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘আবদুল কাদের মির্জা নয়, আমাদের দরকার নৌকার জয়। আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলব, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি নৌকার জন্য কোম্পানীগঞ্জের মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।’

গতকাল রোববার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি একরামুল করিম চৌধুরী। বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার পক্ষে ভোট চেয়েই মূলত এসব কথা বলেন তিনি।

একরামুল করিম বলেন, ‘একটা কথা মনে রাখবেন; সবাই ভুল করলে হবে না।’ এ সময় আবদুল কাদের মির্জার দিকে ইঙ্গিত করে এমপি বলেন, ‘আমরা জেলার নেতা, আমাদেরকে সব দিক দেখতে হবে। আমাদেরকে জেলার সব নৌকার প্রার্থীকে জেতাতে হবে। নৌকার জয় মানে বঙ্গবন্ধুর জয়। নৌকার জয় মানে শেখ হাসিনার জয়।’

শহরে ইদানীং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে মন্তব্য করে নোয়াখালী-৪ আসনের সাংসদ আরও বলেন, ‘এরা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। এদেরকে কোনো সুবিধা করতে দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধসহ পুলিশ প্রশাসনকেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এদিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন আহমেদ জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের সভাপতি ইমন ভুট্ট প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com