মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের হয়ে অভিষেকেই দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দলটি হারায় তিন উইকেট। একে একে বিদায় নেন জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০) ও স্টিভেন স্মিথ (০)।
অসি শিবিরে প্রথম হামলা চালান বুমরাহ। তিনি বিদায় করেন বার্নসকে। এরপর অশ্বিনের স্পিন চক্করে সাজঘরে ফেরেন ওয়েড ও অভিজ্ঞ স্মিথ।
১৩২ বলে ৪৮ রান করে ফেরেন লাবুশানে। এরপর অবশ্য ধারাবাহিক বিরতিতে উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার। শেষ অবধি স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৭২.৩ ওভারে ১৯৫ রানে। ক্যামেরুন গ্রিন ১২, অধিনায়ক টিম পেইন ১৩, নাথান লিওন ২০ রান করেন।
বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জসপ্রিত বুমরাহ। তিন উইকেট নেন স্পিনার অশ্বিন। ১৫ ওভারে ৪ মেডেনে ৪০ রানে দুটি উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সিরাজ। বাকি একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা।
Leave a Reply