দেশের সার্বভৌমত্ব অবমাননার দায়ে সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মন্টেনেগ্রো। আর এ ঘটনার প্রতিবাদে মন্টেনেগ্রোর রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে সার্বিয়া।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবার সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজোভিককে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি বহিষ্কার করে মন্টেনেগ্রো। দীর্ঘদিন ধরে ক্রমাগত দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে সার্বিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে মন্টেনেগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রদূত বহিষ্কারের ঘটনায় থেমে থাকেনি প্রতিবেশী দেশ সার্বিয়া। কয়েক ঘণ্টা পরই সার্বিয়ায় নিযুক্ত মন্টেনেগ্রোর রাষ্ট্রদূত তারজান মিলোসেভিককে বহিষ্কার করে তারা।
যুগোস্লাভিয়ার পতনের পর জন্ম হয় সার্বিয়া ও মন্টেনেগ্রোর। যুগোশ্লাভিয়ার পতন হলেও এ দেশ দুটি একসঙ্গে থাকার জন্য ফেডারেশন তৈরি করে। পরে নানা বিষয়ে বিরোধ তৈরি হলে ২০০৬ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে মন্টেনেগ্রো।
Leave a Reply