১ সেপ্টেম্বর বিএনপি ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পদার্পণ করল। এই বয়সী কোনো দলকে নাবালক বলা যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চার দশকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে পরিপক্বতা অর্জন করার কথা, তা পারেনি মূলত নেতৃত্বের দোদুল্যমানতা, সিদ্ধান্তহীনতা ও ক্ষেত্রবিশেষে হঠকারিতার জন্য। তাদের আচরণে দেশবাসী তো বটেই, দলের তৃণমূলের নেতা-কর্মীরাও হতাশ।
ক্ষমতায় থেকে বাংলাদেশে কোনো দল জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে, এমন নজির নেই। সে ক্ষেত্রে বিরোধী দলের ওপরই জনগণের ভরসা রাখার কথা। কিন্তু বাস্তবতা হলো মানুষ ক্ষমতাসীন ও বিরোধী দল—উভয়ের প্রতি আস্থা হারিয়েছে।
জাতীয় সংসদে আসনসংখ্যা যত কম হোক না কেন, বর্তমানে বিএনপিই দেশের প্রধান বিরোধী দল। আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের প্রতিদিনকার বক্তৃতা-বিবৃতির লক্ষ্যবস্তুও বিএনপি। জাতীয় পার্টিকে মনে করা হয় সরকারের ‘ঘরের লোক’। এ অবস্থায় ক্ষমতাসীনদের ব্যর্থতা-অক্ষমতার ফসল যে বিএনপি ঘরে তুলে নেবে, তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।
বিএনপি তিন দফায় ক্ষমতায় ছিল। প্রথম দফায় ১৯৭৮ (১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরের আগে জিয়াউর রহমান ক্ষমতায় থাকলেও বিএনপি ছিল না) থেকে ১৯৮২ সাল। দ্বিতীয় দফায় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল। তৃতীয় দফায় ২০০১ থেকে ২০০৬ সাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আশির দশকে বিরোধী দলে থাকতেই বিএনপি সুবর্ণ সময় পার করেছে। ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ বন্দুকের জোরে ক্ষমতা দখল করার পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এরশাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সেই কঠিন সময়ে খালেদা জিয়া দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলেছেন। দলকে সংগঠিত করেছেন। বিএনপির নতুন প্রজন্মের অনেক নেতা এসেছেন আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আওয়ামী লীগের চেয়ে সাংগঠনিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও খালেদার আপসহীন ভূমিকার কারণে বিএনপি ১৯৯১-এর নির্বাচনে জয়ী হয়েছিল। এমনকি ১৯৯৬-২০০১ মেয়াদেও বিরোধী দল হিসেবে বিএনপি সরকারের বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু ২০০৯ সালের পর দলটি সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। জনগণ তখনই বিরোধী দলের কথায় রাস্তায় নামবে, যখন মনে করবে তাদের দাবিদাওয়া-অধিকার নিয়ে তারা কথা বলছে। বিএনপি গত ১১ বছরে দলীয় ইস্যুতে যত কর্মসূচি পালন করেছে, জনগণের দাবিদাওয়া নিয়ে তার সিকিভাগও করেনি। আর এখন দলটি আন্দোলন করবে কি, নিজেই পথ হারিয়ে ফেলেছে।
বিএনপি যে প্রতিকূল পরিবেশের অভিযোগ তুলে ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি, তার চেয়ে শতগুণ বেশি প্রতিবন্ধকতা ছিল ২০১৮ সালের নির্বাচনে। বিএনপির নেতারা যুক্তি দেন, দলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবে তাঁরা নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনের পর সেই আন্দোলন করতে পারেননি বলেই খালেদা জিয়াকে নির্বাহী আদেশে জামিন নিতে হয়েছে।
তৃণমূলের নেতা-কর্মীরাই বিএনপির বড় শক্তি। ১২-১৩ বছর ধরে তাঁরা জেল-জুলুম সহ্য করছেন। কিন্তু এই তৃণমূলের নেতা-কর্মীদের সঠিক পথে পরিচালনা করার ইচ্ছা বা ক্ষমতা বর্তমান নেতৃত্বের আছে বলে মনে হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের বিরোধও আর লুকোছাপার বিষয় নয়। করোনার আগে দলীয় অফিসের চেয়ে স্থায়ী কমিটির সদস্যদের বাড়িতে সমর্থক নেতা-কর্মীদের ভিড় বেশি থাকত।
১৯ সদস্যের স্থায়ী কমিটির বেশ কটি অনেক দিন ধরে শূন্য আছে। অধিকাংশ জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই। ছাত্রদল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সব সহযোগী সংগঠন অগোছালো। কোনো কোনো কমিটিকে কেন্দ্র করে দলীয় অফিসের সামনে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বর্তমানে দলের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে দিবস পালন, নেতাদের বক্তৃতা এবং রোজকার প্রেস ব্রিফিংয়ের মধ্যে।
বিএনপি এখনো চলছে জিয়া ও খালেদা জিয়ার ভাবমূর্তিকে সম্বল করে। সেখানে নতুন কারও ‘ভাবমূর্তি’ গড়ে তোলার চেষ্টা কেবল ব্যর্থ হবে না, বুমেরাং হওয়ার আশঙ্কাই বেশি।
সোহরাব হাসান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
Leave a Reply