ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটক কিংবা ইউটিউব– প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।
সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোট পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।
অভিনয়ে যেমন দর্শকহৃদয় জয় করেছেন, তেমনি তানিয়া বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়।
তবে তানিয়া বৃষ্টিকে নিয়ে আলোচনার শেষ নেই। কখনো শোনা যায়, তিনি চুটিয়ে প্রেম করছেন, ডেটিংয়েও যাচ্ছেন প্রেমিকের সঙ্গে।
আবার শোনা যায়, তিনি বিয়ে করে সংসারী হবেন, আর অভিনয় করবেন না।
তবে সব আলোচনার ইতি টেনে নিজেই জানালেন সারকথা।
অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি এখন প্রেমে নেই, সিঙ্গেল আছি। আপাতত বিয়ে নিয়ে মাথায় কোনো চিন্তা-ভাবনাও নেই। চার-পাঁচ বছরের আগে বিয়ে করছি না। এখন পুরো মনোযোগ দিয়ে শুধু কাজটা করে যেতে চাই।
তবে এখন অভিনয় ছাড়ছেন না জানিয়ে তানিয়া বৃষ্টি আরো বলেন, ‘আসলে আমি এখন অভিনয় ছাড়ছি না। কথা প্রসঙ্গে বলেছিলাম যে বিয়ের পর হয়তো অভিনয় করা হবে না।
কারণ তখন আমি সংসারে মনোযোগ দেব। ওই সময়ে একই সঙ্গে দুটো দিক সামলানো হবে না আমার। তাই বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে পারি।
Leave a Reply