যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বুন্ডি বলেন, লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুস ট্রেনিং সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বুন্ডি লেখেন, ‘মাত্রই অ্যার্টনি বিল এসেলির সঙ্গে কথা হলো লস অ্যাঞ্জেলসের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের বিস্ফোরণ নিয়ে। ’ কি কারণে এ বিস্ফোরণ হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে বলে ওই পোস্টে বলা হয়।
তিনি আরও লেখেন, ‘এফবিআই, ব্যুরো অব অ্যালকহোল, টোবাকো, ফায়ারআর্মস ও এটিএফ এজেন্টরা ঘটনাস্থলে রয়েছে।’
Leave a Reply