ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যেন বিয়ের মৌসুম চলছে। একজনের বিয়ের উৎসব-আনন্দ শেষ না হতেই ফের আরেক তারকার বিয়ের খবর উঠে আসছে। এবার বিয়ে করলেন তামিল, তেলেগু, মালয়ালাম ইন্ডাস্ট্রি পেরিয়ে বলিউডে পরিচিতি পাওয়া অভিনেত্রী কীর্তি সুরেশ। পাত্রের নাম অ্যান্টনি থাতিল।
গতকাল বৃহস্পতিবার ভারতের গোয়ায় বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন অ্যান্টনি-কীর্তি। দীর্ঘ ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং ইন্ডাস্ট্রির কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর স্বামী দুবাইভিত্তিক একজন ব্যবসায়ী। অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে থাকলেও এতদিন সেই খবর গোপন ছিল।
কীর্তি ও অ্যান্টনির সম্পর্কের শুরু হয়েছে ২০০৮-০৯ সালের দিকে। যখন অভিনেত্রী স্কুলশিক্ষার্থী ছিলেন এবং অ্যান্টনি ছিলেন কলেজশিক্ষার্থী। তবে সেই সম্পর্ক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। গত ২৭ নভেম্বর সোশ্যালে অভিনেত্রী একটি পোস্টে জানান, ১৫ বছরের একতা। আর তারপরই বিষয়টি জানাজানি হয়।
উল্লেখ্য, মাত্র সাত বছর বয়সে একজন শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন কীর্তি সুরেশ। এরপর পড়ালেখার জন্য বিরতি নিয়ে ২০১৩ সালে মালয়ালাম সিনেমা ‘গীতাঞ্জলি’র মাধ্যমে ফের অভিনয়ে কামব্যাক করেন এ অভিনেত্রী।
অনবদ্য অভিনয়ের জন্য বছরের পর বছর ধরে সমালোচকদের প্রশংসা অর্জন করা কীর্তি তামিল ও তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন। ২০১৮ সালে বায়োপিক ‘মহানতি’তে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রির চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন। চরিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবার বলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী।
Leave a Reply