শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।
অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর বাইরে আরো বেশ কয়েক বঙ্গভবনে ঢুকেছেন বলে জানা যাচ্ছে।
এর আগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।’
সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান সেনা প্রধান।
Leave a Reply