পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার পুলিশ এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়, দেশটির মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে সেটির মালিক একজন ব্যক্তি যিনি একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাটাঘাটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পরপরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।
Leave a Reply