তিন শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় দুই গ্রুপের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ইউপি সদস্য সুলতান গংদের সাথে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজুর ব্যক্তিগত গাড়ি চালক এবং একই এলাকার বাসিন্দা আনোয়ার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আনোয়ার গংরা কাঁচামাটির ঘর নির্মাণের জন্য মাটি কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে সুলতান গংদের মোহাম্মদ হোসেন (৩৫), এইচএসসি পরিক্ষার্থী মোঃ হাসিব (১৮), সজীব (২২), সাকিব (২৪) ও অপর গ্রুপের এইচএসসি পরীক্ষার্থী মোঃ সবুজ (১৮), নুরুন্নাহার (৩০) এবং মনির (৩৮) গুরুতর আহত হন। আহতরা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply