1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

বগুড়া-১ উপ-নির্বাচন : বৈধ প্রার্থী ৭

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
A Bangladeshi woman casts her vote at a polling station in Dhaka, Bangladesh, Sunday, Jan. 5, 2014. Police fired at protesters and more than 100 polling stations were torched in Sunday’s general elections marred by violence and a boycott by the opposition, which dismissed the polls as a farce. (AP Photo/Rajesh Kumar Singh)

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে দাখিল করা ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন, সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ির আব্দুল মান্নান মিয়া ও সোনাতলা উপজেলার ছাতিয়ানতলার হাফিজুর রহমান।

রোববার সকালে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী, বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম, এনপিপি প্রার্থী আব্দুল হাই মন্ডল, পিডিপির প্রার্থী মো. রনি, স্বতন্ত্র প্রার্থী সারিয়াকান্দির ইয়াসির রহমতউল্লাহ ইন্তাজ।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সহ তাদের স্বাক্ষর থাকতে হয়। ওই দুই প্রার্থীর কাগজপত্র সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ইন্তেকালে আসনটি শূন্য হয়। ১৬ ফেব্রুয়ারি শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিনে গত ২৭ ফেব্রুয়ারি ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ২-৪ মার্চ মনোননয়নপত্র বাতিলের বিরদ্ধে প্রার্থীর আপিল গ্রহণ, ৮ মার্চ প্রত্যাহার ও ৯ মার্চ প্রতীক বরাদ্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com