বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দুঃশাসন হটাতে হবে। ব্যবস্থা বদলাতে হবে। রাজনীতি বাঁচাতে হবে। বিকল্প গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ বিএনপি দুটোই বুরজোয়া দল। এদের হটাতে হবে।
শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কমিউনিস্ট পার্টির উদ্যেগে রংপুর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি নেতা রুহিন আলম প্রিন্স, শাহিন রহমানসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ।
সমাবেশে প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন দেশকে ধংসের কিনারায় নিয়ে গেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষায় ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে বাম গনতান্ত্রিক সরকার কায়েম করতে হবে।
সমাবেশে রংপুর বিভাগে কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, টেক্সটাইলস মিল স্থাপনসহ ১৩ দফা দাবি জানানো হয় সরকারের কাছে।
Leave a Reply