মিরপুর টেস্টে বড় জয়ের পর আজ সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টায়।
এ দিন অভিষেক হওয়ার অপেক্ষায় রয়ছেন টি-টোয়েন্টিতে দারুণ খেলা নাঈম শেখ ও আফিফ হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না টাইগাররা। জিম্বাবুয়ে টেস্টে হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায়।
১ বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ওয়ানডে খেলেছিল মাশরাফিরা। এরপর থেকে ২০টি ওয়ানডে ম্যাচ খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি।
আজকের ম্যাচটি হবে, সিলেট স্টেডিয়ামে ২য় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এর আগে সিলেটের অভিষেক ম্যাচটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ দল অতিক্রম করে ফেলে ৬৯ বল হাতে রেখেই। খরচ হয়েছিল মাত্র ২ উইকেট।
সিলেট স্টেডিয়ামের ১ম ওয়ানডে জয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। হতে পারে দেশের হয়ে এটিই তার শেষ ওয়ানডে সিরিজ।
Leave a Reply