1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:১০ অপরাহ্ন

পাকিস্তান ‌‘মদদপুষ্ট’ তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আফগানদের বিক্ষোভ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সোভিয়েত রাশিয়া থেকে ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্ত হয়েছিল আফগানিস্তান। দিনটিকে তাই ‘লিবারেশন ডে’ হিসেবে উদযাপন করে আফগানরা। গত রোববার দিনটিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাস ও হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন আফগান অধিকার কর্মীরা। পাকিস্তান ‘মদদপুষ্ট’ তালেবানের হাত থেকে আফগানিস্তানকে মুক্ত করার আহ্বান জানান তারা।

সংবাদমাধ্যম জিনিউজ৫ এর প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট উল্লেখ করে তালেবান কর্তৃক কাবুলের শাসন ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে বিক্ষোভকারীরা। সেইসঙ্গে সন্ত্রাসীদের সক্রিয় পৃষ্ঠপোষকতার জন্য পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার আরোপে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বিক্ষোভের নেতৃত্ব দেন ‘আনহার্ড আফগান ভয়েসেস’ সংস্থার খালিদা নবাবি। যেখানে প্রতিকূল আবহাওয়া ও তুষারপাত সত্ত্বেও যোগ দেন বিক্ষোভকারীরা। তারা আফগান নারীদের মানবাধিকার ও অধিকার রক্ষার জন্য বাইডেন প্রশাসন ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এ সময় প্ল্যাকার্ড হাতে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভরত আফগানরা। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আফগানিস্তানকে সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণ থেকে মুক্ত করুন’ ও ‘তালেবানরা পাকিস্তানের আইএসআই-এর মদদপুষ্ট সন্ত্রাসী’ ইত্যাদি।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়ে তারা। তালেবানের কারণে আফগানিস্তানকে সহায়তা বন্ধ করে দেয় আন্তর্জাতিক সম্প্রদায়। ফলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় যুদ্ধবিধ্বস্ত দেশটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com