স্পেনের পূর্বাঞ্চলে একটি বৃদ্ধনিবাসে বুধবার প্রথম প্রহরে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু এবং আরো অনেকে আহত হয়েছেন। দেশটির জরুরি সার্ভিস একথা জানিয়েছে।
ফ্রান্সের দমকল বাহিনীর আঞ্চলিক দফতরের দেয়া টুইটার বার্তায় বলা হয়, ভলেন্সিয়ারমকেদায় অবস্থিত এ বৃদ্ধনিবাসে মঙ্গলবার মধ্যরাতের দিকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক ছয়টি গাড়ি কাজে লাগানো হয়।
তারা জানায়, এ ঘটনায় পাঁচজন প্রাণ হারান এবং ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
তারা আরো জানায়, দমকলকর্মীরা সেখানে থাকা ৭০ বাসিন্দার সকলকে উদ্ধার করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর অনুযায়ী, সেখানের অক্সিজেন ইউনিটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পাওে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র : বাসস
Leave a Reply