নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল বোলারদের বীরত্বে। পরের টেস্টে সেই বোলাররাই ভুলে ভরা বোলিং উপহার দিলেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১ উইকেটে ৩৪৯ রান।
এর মধ্যে কিউই অধিনায়ক টম লাথামেরই ছিল ১৮৬ রান। দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে দ্বিশতক ছাড়িয়ে যান তিনি।
এর পর বাংলাদেশ অধিনায়কের এক ওভারে এক বাউন্ডারি আর দুই ছক্কা হাঁকিয়ে ২৫০ রান পূর্ণ করেন।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আড়াইশ রানের মাইলফলক ছুঁলেন লাথাম। এর পর ২ রান যোগ করে স্কয়ার লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে ধরা পড়েন।
ফলে ৩৭৩ বলে ৩৪ চার ও ২ ছক্কার মারে ২৫২ রানের ইনিংসের সমাপ্তি ঘটে লাথামের।
আর এরই সঙ্গে ক্রিকেট ইতিহাসের অনন্য এক কীর্তিতে নাম লেখান লাথাম। নারী ও পুরুষ মিলে প্রায় ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঠিক ২৫২ রানের ইনিংস খেললেন কিউই অধিনায়ক। তার আগে আর কোনো ব্যাটার ঠিক ২৫২ রানে থামেননি।
আরও একটি ইতিহাসকে অবশ্য পেছনে ফেলে এসেছেন লাথাম।
ক্রিকেট ইতিহাসে ২২৯ রানের ইনিংস এখন পর্যন্ত খেলেনি কোনো পুরুষ ব্যাটার। ১৯৯৭ সালে নারী ওয়ানডে ম্যাচে ১৫৫ বলে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক।
প্রসঙ্গত লাথামের ক্যারিয়ারসেরা রান ২৬৪। ২০১৮ সালে ওয়েলিংটনে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত সেই ইনিংস খেলেন।
তথ্যসূত্র: স্টাফ স্পোর্টস
Leave a Reply