ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত চৌদ্দ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিল। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা চৌদ্দ এসএসসি পরীক্ষার্থী আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আশুলিয়া থেকে এসএসসি পরিক্ষার্থী বহনকারী একটি বাস কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাটুলিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে পদ্মা জেনারেল হাসপাতাল ও হারুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই ছাত্রের হাত ভেঙে গেছে।’
Leave a Reply