সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক তরুণীকে আটক করেছে বিজিবি, যিনি বাংলাদেশে তার প্রেমিকের বাড়ি এসেছেন। গতকাল বুধবার দুপুরে মঞ্জুরা বেগম (২০) নামের ওই তরুণীকে আটক করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
আটক মঞ্জুরা বেগম ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি মঞ্জুরার বিয়ের জন্য প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতে থাকলে তিনি সাত্তারকে বিষয়টি জানায়। সাত্তার মঞ্জুরাকে বাংলাদেশে বাড়িতে আসার ঠিকানা দেন। সে অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন মঞ্জুরা। পরে সাত্তারের ছোট ভাই ইমরান সীমান্ত এলাকা থেকে তাকে নিয়ে বাড়ি নিয়ে যান, বলেন ওসি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইল ফোনে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিনা পাসপোর্টে সীমান্ত দিয়ে প্রবেশ করার খবর পেয়ে বিজিবির একটি দল মঞ্জুরাকে আটক করে।
বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া অবৈধভাবে প্রবেশ করায় বিজিবি মঞ্জুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানান মোহাম্মদ নাজির আলম।
Leave a Reply