খুন ও শিশু যৌন নির্যাতনসহ নানা গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত পাঁচজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, এগুলো কোনো তুচ্ছ অপরাধ নয়। এরা হলো অপরাধী, নির্যাতনকারী ও হত্যাকারী যাদের আমাদের দেশে কখনোই থাকার কথা ছিল না।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও সচিব ক্রিস্টি নোমের নেতৃত্বে ডিএইচএস’র আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং আমেরিকান পরিবারগুলোর সুরক্ষার প্রতিশ্রুতি পূরণ করছে। আপনি যদি অবৈধভাবে এই দেশে এসে অন্যদের ক্ষতি করে থাকেন তবে আপনার সময় শেষের পথে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: জুলিও সেলায়া-সোটো, এল সালভাদরের নাগরিক, নর্থ ক্যারোলিনার গিলফোর্ড কাউন্টিতে দ্বিতীয় ডিগ্রির খুনের দায়ে দণ্ডিত।
লাজারো ভ্লাদিমির মার্টিনেজ-আর্গুন্ডি, কিউবার নাগরিক, মিশিগানের ল্যানসিং-এ শিশু যৌন নির্যাতনের উপাদান বিতরণ ও ধারণের দায়ে দণ্ডিত।
হোসে অ্যাঞ্জেল গার্সিয়া-এসপিনো, মেক্সিকোর নাগরিক, টেক্সাসে পারিবারিক সদস্যকে শ্বাসরোধ করে আঘাত করার অপরাধে দণ্ডিত।
মিগুয়েল অ্যাঞ্জেল সালমেরন-গ্রানাদোস, এল সালভাদরের নাগরিক, যিনি নিউ ইয়র্কে ১১ বছরের নিচের শিশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের জন্য দণ্ডিত হয়েছেন।
গুয়াদালুপে কুয়েভাস-সোতেলো, মেক্সিকোর নাগরিক, যিনি সাল্ট লেক সিটিতে শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার দায়ে দণ্ডিত। এই গ্রেফতার অভিযান এমন এক সময়ে হয়েছে, যখনআইসিই এবং ট্রাম্প প্রশাসন অপরাধী অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে অভিযান চালানোর কারণে ডেমোক্র্যাট নেতৃবৃন্দ ও ‘ব্লু সিটি’ কর্মকর্তাদের প্রতিরোধ ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ছে।
Leave a Reply