1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

জাতীয় পার্টির অন্তঃকোন্দলে কার লাভ কার ক্ষতি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫

আরেক দফা সংকটে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। নতুন মহাসচিব নিয়োগ দেওয়ার পর তা উদোম হয়ে পড়েছে। গত ২৮ জুন দলের জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন জি এম কাদের। এর মধ্যেই তাঁকে বাদ দিয়ে দলে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ আঁচ করেন তিনি। এ অবস্থায় ভেন্যু (স্থান) জটিলতার কারণ দেখিয়ে সম্মেলন স্থগিত করেন জি এম কাদের। যদিও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং সহযোগীরা ২৮ জুন কাউন্সিল করার ব্যাপারে অনড় থাকেন। তারা এমনকি পাল্টা কাউন্সিল ডেকে নতুন কমিটি করবেন বলেও হুঁশিয়ারি দেন।

সর্বশেষ খবর, সোমবার জাপার মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। পাশাপাশি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে স্বপদে বহাল থাকার দাবি জানান। এ সিদ্ধান্তকে ‘বেআইনি ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এখনও স্বপদে বহাল আছি। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।’ তিনি নেতৃত্ব নির্বাচনে জাতীয় সম্মেলন আয়োজনের দাবি জানান।

জাতীয় পার্টির এ সংকট এমন সময়ে দৃশ্যমান, যখন একদিকে দেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অধিকাংশ দল, অন্যদিকে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনীতির চলমান এ দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অনুপস্থিত জাতীয় পার্টি। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আগস্টে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ডাক পেয়েছিল জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। কিন্তু দ্বিতীয় পর্যায়ে সরকারের রাষ্ট্র সংস্কারের সংলাপে ডাক পায়নি দলটি। এর পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো সংলাপেই আর জাতীয় পার্টিকে ডাকা হয়নি।

দ্বিতীয় পর্যায়ে সংলাপের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।’ আরেক সমন্বয়ক সারজিস আলম প্রায় একই সময়ে লিখেছেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকেন?’ অনেকে বলছেন, এই দুই সমন্বয়কের অবস্থানের কারণেই জাতীয় পার্টির কপাল পুড়েছে। তখন জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছিলেন, ‘রাষ্ট্র সংস্কারের সংলাপে না ডাকায় আমরা বিব্রত।’

জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সুবিধা গ্রহণের দিক থেকে দেখলে জি এম কাদের কিংবা নতুন অব্যাহতিপ্রাপ্ত তিন নেতাও কম যাবেন না। বলা চলে, এদিক থেকে তিন নেতা এক ধাপ এগিয়ে থাকবেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু উভয়েই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার নির্বাচনে টানা চারবার এমপি হয়েছেন। তারা মন্ত্রীও হয়েছেন। জি এম কাদের ২০১৮ সালের চরম বিতর্কিত নির্বাচনে এমপি হন এবং বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়েও বিরোধীদলীয় নেতা হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জি এম কাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। যদিও চব্বিশের নির্বাচনের আগে জি এম কাদের আওয়ামী লীগের সমালোচনা করে অনেক বক্তব্য দিয়েছেন। এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদের পক্ষেও তাঁর বক্তব্য রয়েছে।

তারপরও বাস্তবতা হলো, জাতীয় পার্টির অতীতের ভূমিকার কারণেই বর্তমানে চাপে রয়েছে দলটি। এমনকি আওয়ামী লীগের পাশাপাশি জাপাকেও নিষিদ্ধের দাবি উঠেছে। সে জন্যই পূর্ববর্তী ভূমিকার দায় এড়াতে নেতারা নতুন করে বিরোধে জড়িয়েছেন। আওয়ামী লীগের দোসর তকমামুক্ত হতে জি এম কাদেরের পরিবর্তে জাপায় নতুন নেতৃত্ব আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে জি এম কাদেরপন্থিরাও তা প্রতিরোধে সরব হয়েছেন। সমকালের প্রতিবেদন অনুসারে, জাতীয় পার্টির ৪১ সদস্যের প্রেসিডিয়ামের ২৬ জন সদস্য জি এম কাদেরকে সমর্থন করছেন।

প্রশ্ন হলো, বর্তমান বিরোধে জাতীয় পার্টি কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে জি এম কাদের, অন্যদিকে তিন শক্তিশালী নেতা, যাদের তিনি দল থেকে বহিষ্কার করেছেন। তারা উল্টো সংবাদ সম্মেলন করে চেয়ারম্যানের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি বলছেন– মুজিবুল হক চুন্নুই জাপার বৈধ মহাসচিব। এমন সন্দেহ অমূলক নয়, যারা জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসরমুক্ত করতে চাচ্ছেন, তারা ক্ষমতার কোনো না কোনো অংশ থেকে সহায়তা পাচ্ছেন। তাদের এ প্রবল শক্তিকে মোকাবিলা করে জি এম কাদেরপন্থিরা টিকে থাকতে পারবেন কিনা, তা বলার সময় এখনও আসেনি।

তবে জাতীয় পার্টির বর্তমান রাজনৈতিক অবস্থান ধরে রেখে দলটি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে আপাতবিরোধী শক্তিশূন্য রাজনৈতিক অঙ্গনে দলটির সম্ভাবনা খারাপ নয়। এক সময় সারাদেশে বিচ্ছিন্নভাবে দলটির অনেক ভোটার পকেট থাকলেও, এখন তা নেই। তবে বৃহত্তর রংপুরে দলটির ভিত্তি একেবারে দুর্বল নয়। চিন্তার দিক দিয়ে এসব ভোটার মূলত ধর্মীয় সংখ্যাগুরুবাদী ঘরানার। যে কারণে এদের দিকে বিএনপি-জামায়াতের পাশাপাশি এনসিপিরও নজর পড়েছে। ইতোমধ্যে দলগুলো বৃহত্তর রংপুরের সেসব আসনে কাজ শুরু করেছে। জাতীয় পার্টির অন্তঃকোন্দলের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকলে বিস্ময়ের কিছু নেই।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com