যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীণতা দিবস উদযাপন করলো ব্রংকসবাসী। ৪ জুলাই ব্রংকসের পার্কচেষ্টারে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বাক) ও বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস পৃথক পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জনসাধারনের জন্য বারবিকিউ এর আয়োজন ছিল এই আয়োজনের সাইড লাইনে। দুপুর থেকে অতিথিরা স্বাধীণতা দিবস উদযাপনের পাশাপাশি বারবিকিউ পার্টিতে আংশ নেন। বাক এর আয়োজনে আলোচনায় অংশ নেন কমিউনিটি লিডার এম এন মজুমদার, নজরুল হক, আব্দুল গাফ্ফার চৌধুরী, এম ইসলাম মামুন, জাকির চৌধুরী সিপিএ, নুরে আলম জিকু, রিয়েলর লিংকন, মাসুদ রানা, বিলাল উদ্দীন,ইমরান আলী টিপু, জামাল আহমেদ, শরীফ হোসেন, সারওয়ার চৌধুরী,জগলু চৌধুরী, রোকন আহমেদ, জামাল উদ্দীন চেয়ারম্যান, এমডি আলাউদ্দীন ও ইয়াহিয়া।
বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দেন সামাদ মিয়া,ইমরান আলী,শামীম আহমেদ,শেখ আলী আহাদ,আব্দুস শহীদ,শেখ শফিকুর রহমান, রোকন হাকিম, তোফায়েল চৌধুরী ও কাজি রবিউজ্জামান।
Leave a Reply