বরিশালের বাবুগঞ্জে ডিবি পুলিশের এক সদস্যসহ তিজনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা।
বৃহস্পতিবার বিকালে মাদকবিরোধী অভিযানে গেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় হামলায় আহত হন ডিবি পুলিশের কনস্টেবল ইমরান। আহত অপর দু’জন হচ্ছেন- সাগর ও শাওন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই গোলাম আজম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০১, তারিখ ০৩-০৭-২৫। মামলায় সাগর নামে একজন নামীয় এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।”
বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযানে গেলে মাদক কারবারি সাগর ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল ইমরান চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিনটি স্থানে জখম হন। একই ঘটনায় সাগর (২৭) ও শাওন (২৫) আহত হন।
এ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। আহত তিনজনকেই সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।
Leave a Reply