1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ ৭৩৪

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই অভ্যুত্থানে সারা দেশে শহীদ হন দেড় হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।

দলটির কেন্দ্রীয় দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের ওই আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩৪ জন শহীদ হন। এর মধ্যে শুধু বিএনপিরই ৪২৩ জন ও ছাত্রদলের ১৪৪ জন। অনেক যাচাই-বাছাই করে এ তালিকা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করছেন দলটির নেতারা।

এদিকে শহীদদের স্মরণে ব্যাপক পরিসরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এরই অংশ হিসাবে আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তৃতা করবেন।

এ অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ৬৩ রাজনৈতিক দলের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষও এ অনুষ্ঠানে থাকবেন।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, মঙ্গলবার (আজ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে কর্মসূচি রয়েছে, প্রত্যাশা করছি সেখানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। সেখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা থাকবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপিরই শহীদ হয়েছে ৪২৩ জন। এ সংখ্যাটা আরও বাড়তে পারে। আর অঙ্গ-সহযোগী সংগঠন মিলিয়ে এর সংখ্যা অনেক। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরসহ সাড়ে ১৫ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছে তাদের পরিবারের খোঁজ আমরা প্রতিনিয়ত নিই। তাদের সহযোগিতা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিভিন্ন সময় তাদের বাসায় ছুটে যান নেতারা। একটা ফ্যাসিস্টের পতনের জন্য জীবনপণ লড়াই করেছে সবাই। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল-যারা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থেকেছে। আমাদের নেতাকর্মীরা দেড় দশকের বেশি সময় ধরে নানাভাবে জুলুম-নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমরা সব সময়ই তাদের পাশে আছি এবং থাকব।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছেন ৪২৩ জন। ছাত্রদলের শহীদ ১৪৪ জন। এর মধ্যে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামও এ সংগঠনের নেতা ছিলেন। এছাড়া শ্রমিক দলের শহীদ ৭২ জন, যুবদলের ৭১ জন ও স্বেচ্ছাসেবক দলের শহীদ হন ২৪ জন।

সূত্রমতে, ৫ আগস্টের আগে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেলের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এ সেলের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। তিনি যুগান্তরকে বলেন, ‘গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মী ও সমর্থকদের সব সময় খোঁজ রাখছে ‘আমরা বিএনপি পরিবার’। একই সঙ্গে ৫ আগস্টের পর থেকে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যে বহু পরিবারকে সহযোগিতা করা হয়েছে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যুগান্তরকে বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন শহীদ হয়েছেন।

১২ জুলাই ছাত্রদলের উদ্যোগে গণ-অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা রয়েছে। আশা করছি সেখানে শহীদ পরিবারের সবাই থাকবেন।’

এদিকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচি রয়েছে বিএনপির। বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’ স্মরণ করবে দলটি।

সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচির মধ্য দিয়ে ৩৬ দিনের এ কর্মসূচি শুরু হয়েছে।

সূত্রমতে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে বিএনপি গঠিত কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বেশ কয়েকটি উপকমিটিও করা হয়েছে। এসব কমিটিতে থাকা নেতারা কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠক করছেন। নানা নির্দেশনা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com