পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ চলছিল। একটি গ্রুপের নেতৃত্ব দেন ৫ আগস্টের পর বহিষ্কৃত বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলাল এবং অন্যটির নেতৃত্ব দেন বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা।
সদস্য যাচাই-বাছাইয়ের সময় এক পক্ষের সমর্থকরা অন্য পক্ষের নেতাকে সদস্য তালিকায় অনিয়মের অভিযোগে বাধা দিলে, বহিষ্কৃত নেতা রুহুল আমীন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান ছোট্টোর সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে মিশাত মিশুর তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এখনও বিএনপির উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে স্থানীয়রা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়তে পারে।
Leave a Reply