রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন।’
ইউক্রেনের ওপর রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার রাতে ইউক্রেনে রাশিয়া ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কমপক্ষে ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর এটা ছিল এক রাতে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা।
সোমবার ভোরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে আবারও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এক শিশুসহ কমপক্ষে তিনজন আহত হয়েছে।
এ প্রসঙ্গে রবিবার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিনকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তার কী হয়েছে? তিনি অনেক মানুষ হত্যা করছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি তাকে অনেকদিন ধরে চিনি, সব সময় তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন সে শহরে রকেট ছুড়ছে এবং মানুষ হত্যা করছে, এটা আমার একদম পছন্দ নয়।’
এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, পুতিন ‘সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন’।
তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই বলেছি, সে পুরো ইউক্রেন চায়, কেবল একটা অংশ নয় এবং হয়তো সেটাই প্রমাণিত হচ্ছে, কিন্তু যদি সে সেটা করে, তাহলে সেটি রাশিয়ার পতনের কারণ হবে!’
এর আগে সাম্প্রতিক রুশ হামলা নিয়ে ওয়াশিংটনের ‘নীরবতা’ পুতিনকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মস্কোর ওপর ‘জোরালো চাপ’ বা আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান।
এমন কথা বলায় জেলেনস্কিকে নিয়েও কঠোর মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি যেভাবে কথা বলছেন, তাতে তিনি নিজের দেশের কোনো উপকার করছেন না। তার মুখ থেকে যা কিছু বের হয়, তা সমস্যার কারণ হয়। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত।’
Leave a Reply