পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন আরও ৯০ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে।
আজ রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
জানা যায়, তীব্র ঝড়ের ফলে পাকিস্তানের সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে যায়, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৯২ জন আহত হয়েছেন।
এ ঘটনায় পাঞ্জাবের রিলিফ কমিশনার নাবিল জাভেদ বলেছেন, ‘ ঝড়ে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।’
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, বাড়ির দেয়াল ও ছাদ ধসে এবং গাছ ও সোলার প্যানেল পড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। লাহোরে অন্তত দুই ডজন সোলার প্যানেল ও বিলবোর্ড পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে পাঞ্জাব ছাড়াও ইসলামাবাদে প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বহু গাছ ভেঙে পড়ে।
অপরদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দেশটির মুলতানের বিদ্যুৎ বিতরণ কোম্পানি (মেপকো) জানায়, ঝড়বৃষ্টির কারণে দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিভ্রাট হয়। মুলতান, খানেওয়াল, ভেহারি ও সাহিওয়ালে সাময়িকভাবে ব্ল্যাকআউট হয়ে যায়।
খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (পেসকো) জানায়, ১১৩টির বেশি ফিডার ট্রিপ করে। পেশোয়ার, মারদান, সোয়াবি, সোয়াত ও অ্যাবোটাবাদে বিদ্যুৎ বিভ্রাট হয়। পেশোয়ার ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
এছাড়া সোয়াতের মিংওরা, আমানকোট ও কামবার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই এলাকার শিক্ষার্থীদের অন্ধকারের মধ্যেই পরীক্ষা দিতে হয়। আম্বার ও প্যান্ডিয়ালি এলাকায় শিলাবৃষ্টিতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েন বলেও জানা যায়।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হলেও পরে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে বিমান চলাচল পুনরায় শুরু হয়।
এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট, পেশোয়ার ও মারদানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Leave a Reply