1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ওড়িশায় বজ্রপাতে একদিনে ৯ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫

ভারতের ওড়িশার বিভিন্ন এলাকায় বজ্রপাতে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জনই নারী।  এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজ্য প্রশাসনের তথ্য অনুসারে, মৃতদের মধ্যে তিনজন কোরাপুট, দুজন জাজপুর, দুজন গাঞ্জাম, ধেনকেনাল এবং গাজাপাতি জেলা এক বাসিন্দা ছিলেন।

কোরাপুট জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার বজ্রপাতে যে তিনজন মারা গেছেন, তারা একই পরিবারের সদস্য। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও তারা খেতে কাজ করতে গিয়েছিলেন। ব্যাপক বর্ষণ শুরু হওয়ার পর তারা খেতের নিকটস্থ একটি খালি চালাঘরে আশ্রয় নেন। সেই চালাঘরের ওপর বজ্রপাত হয় এবং তিন নারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন ব্রুধি মানডিঙ্গা (৬০), তার নাতনি কাসা মানডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)।

আর গুরুতর আহত হয়েছেন ব্রুধি মানডিঙ্গার স্বামী হিঙ্গু মানডিঙ্গা (৬৫)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাজপুর জেলায় যে দুজন নিহত হয়েছেন তারা উভয়েই কিশোর- তারে হেমব্রম (১৫) এবং টুকুলু ছাত্তার (১২)। জাজপুর পুলিশসূত্রে জানা গেছে, এই দুজনের বাড়ি  বুরুসাহি গ্রামে এবং তাদের মৃত্যু হয়েছে নিজ বাড়িতে অবস্থান করার সময়। শুক্রবার সন্ধ্যায় এ দুজন নিজেদের কাঁচা বাড়ির বারান্দায় বসেছিল। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটে সেই বাড়ির ওপর এবং এই দুজন ঘটনাস্থলেই মারা যান।

গাঞ্জাম জেলার বারিদা ও বেলাগুন্ঠা গ্রামে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে মারা গেছেন এক কিশোর (১৩) এবং এক তরুণী (২৩)। বারিদা গ্রামে মৃত কিশোর ওম প্রকাশ প্রধান সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) ওড়িশার সাত জেলায় বজ্রপাত ও মৌসুমি ঝড় সংক্রান্ত লাল সতর্ক সংকেত জারি করেছে। জেলাগুলো হলো- কোরাপুট, কুট্টাক, খুর্দা, নয়াগড়, জাজপুর, বালাসোর এবং গাঞ্জাম।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর হার। দেশটির অলাভজনক সংস্থা ক্লাইমেট রিসাইলেন্ট অবসার্ভিং সিস্টেমস প্রোমোশন কাউন্সিল জানিয়েছে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চে ভারতে বজ্রপাতজনিত মৃত্যুর হার বেড়েছে ৩৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com