ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই। সেই লক্ষ্যে ঢাকাবাসীর ব্যানারে নগরভবনের সামনে স্লোগান, মিছিল নিয়ে জড়ো হয়েছেন ইশরাকের অনুসারীরা।
শনিবার (১৭মে) সকাল থেকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনের সামনে জড়ো হন তারা।
এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে।
এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছিলেন বিক্ষোভকারীরা। ওই দিনই অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার একই কর্মসূচি পালন করবে ঘোষণা দিয়েছিল বিক্ষোভকারীরা।
সেই লক্ষ্যে তারা আজ সকাল থেকে নগরভবনের সামনে জড়ো হন। ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান নিয়ে ইশরাককের শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। এসময় তাদের শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
Leave a Reply