1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

লোকসংগীতের সাধক মুস্তাফা জামান আব্বাসী আর নেই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫

বহুমাত্রিক ব্যক্তিত্ব লোকসংগীতের সাধক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। তিনি একাধারে কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকার-সঙ্গীত পরিচালক-প্রবন্ধকার-ঔপন্যাসিক-গবেষক- সম্পাদক-সংগ্রাহক-উপস্থাপক-সমাজসেবক ও ব্যবসায় নির্বাহী ছিলেন।

আজ শনিবার বনানির একটি হাসপাতালে সকাল ৬টা তিনি মারা যান।

পারিবারিক সুত্রে জানা গেছে, আজ বাদ জোহর গুলশান ২-এর আজাদ মসজিদে প্রখ্যাত এ সঙ্গীত শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে।

মোস্তফা জামান আব্বাসী উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান। পিতা আব্বাস উদ্দীন আহমেদ পল্লীগীতি সম্রাট। ইসলামী গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি ইত্যাদি সঙ্গীত সাধনায় তিনি ছিলেন অনন্য সাধারণ শিল্পী। এদেশের পল্লীসঙ্গীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। তার সুরেলা সঙ্গীতে মুগ্ধ হয়েছেন মহাচীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ বিশ্ববরেণ্য অনেক রাষ্ট্রনায়ক। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই বিচারপতি মোস্তফা কামাল দেশবরেণ্য আইনবিশারদ হলেও সঙ্গীত-সংস্কৃতির সমজদার মোস্তফা কামালের কন্যা নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সঙ্গীতজ্ঞ হিসেবে সমাদৃত।

মোস্তফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ৮ ডিসেম্বর ১৯৩৬খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাল কলকাতায় কাটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com