ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।
একাধিক হাসপাতাল সূত্র কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়াও আরো হামলা ও হতাহতের খবর অব্যাহত রয়েছে।
এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরো ৬৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় শুরু হওয়া ইসরাইলি যুদ্ধে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন।
তবে সরকারি মিডিয়া অফিস মোট নিহতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত এক হাজার ৬৩০ জনকে হত্যা করেছে। এতে চার হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা, আনাদোলু অ্যাজেন্সি
Leave a Reply