1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:১২ অপরাহ্ন

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন।

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটের লিংক পোস্টে জুড়ে দিয়েছেন তিনি। যেখানে তার দাবির সত্যতা মিলেছে।

উপস্থাপিত তথ্যপ্রমাণে দেখা গেছে, ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা শারমীন আক্তারের সিরিয়ালে চলে যান। ২০ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে ১৫০-র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্না পারভিনের মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো- সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে জুলকারনাইন তার পোস্টে লিখেছেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন, এবং গ্রেফতার পরবর্তীতে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে আজ (বুধবার)  আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

তিনি আরও লিখেছেন, আশ্চর্যের বিষয় হলো আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে (৯ম তলায়, বিচারপতি মো মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে, এবং তারপরই বিচারক, সাজ্জাদের স্ত্রী শারমীন আক্তার তামান্নার মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সঙ্গে আরো কয়েকটি মামলার শুনানি শেষ করেন।

২০ এপ্রিলের আগে হাইকোর্টের শেষ কার্যদিবসে একই আদালত আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দিয়েছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, ‘হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এই কোর্ট ৫৪৭’টির মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি করেন আজ। এবং ২০ এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্যদিবস ছিলো। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মীকেও আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়।’

তিনি আরও লিখেন, ‘সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙ্গে যে কোন একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু ১৫০’র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্না পারভিনের মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেয়া হলো?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com