1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

বিএনপির প্রতিবাদ র‌্যালি আজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি।

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা এবং ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছে বিএনপি। রাজধানীতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে, মানবতার পক্ষে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com