1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

ঈদের চূড়ান্ত তালিকায় ছয় সিনেমা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মাত্র দুদিন পরই ঈদুল ফিতর। দেশের সিনেমাঙ্গনেও চলছে ঈদের শেষ প্রস্তুতি। বরাবরের মতো এবারও রয়েছে প্রতিযোগিতা। এমনিতেই ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে।

কেবল ঈদ এলেই ডজনখানেক সিনেমা মুক্তির ঘোষণা আসে। কিন্তু এরই মধ্যে বেশকটি আবার শেষ মুহূর্তে পিছিয়েও যায়। আবার আগাম বার্তা ছাড়াই নীরবে শেষ মুহূর্তে মুক্তির মিছিলে যোগ দেয় কিছু সিনেমা, এমন নজিরও রয়েছে। যা ঘটেছে এবারের ঈদেও।

একেবারে শেষ মুহূর্তে এসে কোনো ধরনের প্রচারণা ছাড়াই ঘোষণা এলো ‘অন্তরাত্মা’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এটি শাকিব খান অভিনীত কয়েক বছর আগের সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। চার বছর আগে এটি নির্মাণ হলেও দীর্ঘদিন মুক্তির আলোচনায় ছিল না। সম্প্রতি সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির মিছিলে যুক্ত হয় সিনেমাটি।

এদিকে এ সিনেমা আসার কারণে ঈদে অন্যদের সঙ্গে তো বটে, নিজের সঙ্গে নিজেরই আরেকটি লড়াইয়ে যুক্ত হতে হচ্ছে শাকিব খানকে। কারণ, একই সময় মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘বরবাদ’। দীর্ঘদিন ধরেই চলছে এর প্রমোশন। শাকিবভক্ত-অনুরাগীরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। এ মুহূর্তে প্রিয় নায়কের আরও একটি সিনেমা মুক্তির তালিকায় যোগ হওয়ায় তাদের কপালেও চিন্তার ভাঁজ। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

এদিকে ঈদুল ফিতরে শাকিবের দুই সিনেমাসহ চূড়ান্ত তালিকায় রয়েছে ছয়টি সিনেমা। অন্য সিনেমাগুলো হলো ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বীন-৩’।

দুবছর পর ‘দাগি’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন আফরান নিশো। এবারও তার সঙ্গে জুটি বেঁধেছেন প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র নায়িকা তমা মির্জা। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিয়াম আহমেদ-শবনম বুবলী ও দীঘিকে নিয়ে নির্মিত হয়েছে ‘জংলি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন এম রাহিম। এর আগে কয়েকদফা মুক্তির তারিখ ঘোষণা দিয়েও সিনেমাটি পর্দায় আনতে পারেননি নির্মাতা। অবশেষে এবারের ঈদে আসছে, এটি নিশ্চিত।

শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘চক্কর ৩০২’ সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এটি প্রায় দুবছর আগের নির্মিত সিনেমা। এদিকে নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। তিনিও আসছেন ‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা নিয়ে। তার সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান।

ঈদের সবকটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির জন্য একেবারেই প্রস্তুত বলা যায়। প্রচারের অংশ হিসাবে টিজার, ট্রেলার, গান প্রকাশ হয়েছে। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যেও ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com