ব্রাজিলের সাও পাওলো রাজ্যের রিবেইরাও প্রেতো শহরে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল, যা ইউনিফ্রান নামেও পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা তাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতি প্রকাশ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে।
দমকল বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থল থেকে ৩১ জনকে উদ্ধার করেছে, এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
Leave a Reply