কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরাটি সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্যামেরাটি সরিয়ে নেয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কনেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে দক্ষিণ বাঁশজানী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুখ করে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গারাল ঝোরা ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।
ক্যামেরা স্থাপনের পর থেকে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সিসি ক্যামেরা অপসারণ না করায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণের আশ্বাস প্রদান করে এবং মধ্যরাতে তা অপসারণ করে।
বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। অন্যদিকে, ভারতীয় বিএসএফের প্রতিনিধিত্ব করেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।
Leave a Reply