1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমিফাইনালে রিয়াল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ম্যাচের স্কোর তখন ২-২ গোলে সমতা। তবে বদলি নেমে ম্যাচের শেষ মিনিটে চমৎকার গোলে ব্যবধান গড়ে দিলেন গন্সালো গার্সিয়া। লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে লুকা মদ্রিচ ও এন্দ্রিকের লক্ষ্যভেদে রিয়াল এগিয়ে যাওয়ার পর লেগানেসের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন হুয়ান ক্রুস। তবে ৯৩তম মিনিটে রেয়ালের জার্সিতে নিজের প্রথম গোলে দলকে উল্লাসে ভাসান ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।

এদিন অষ্টাদশ মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। এরপর ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন এই তরুণ।

কিন্তু ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। তারই শট বক্সে রেয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিরতির পর ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এই স্প্যানিশ উইঙ্গারের শট রেয়ালের ডিফেন্ডার ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না লুনিনের।

তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট গোলরক্ষক ঠেকানোর পর উড়িয়ে মারেন দানি সেবাইয়োস। এরপর শেষ মুহূর্তে গার্সিয়ার ওই গোলে রেয়ালের জয়োল্লাস। ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ৮২তম মিনিটে এন্দ্রিকের বদলি নামা এই তরুণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com