যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের মধ্যে চরম উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে। বাংলাদেশি অভিবাসীরাও এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে আছে। গত ২১ জানুয়ারি নিউইয়র্কের ব্রুকলিনে আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট) চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক বাড়তে থাকে।
সাদাপোশাকে থাকা কর্মকর্তারা ব্রুকলিনের ফুলটন এলাকায় আড্ডা দেওয়া অবস্থায় চারজনকে আটক করেন। একজন বাংলাদেশি প্রত্যক্ষদর্শী জানান, পরিচয়পত্র দেখানোর জন্য আইস কর্মকর্তারা হঠাৎ উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনীর অধীনে নিজের পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানালে তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। পরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সংবাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বিষয়টি নিশ্চিত করতে পারছে না।
সরেজিমন পরিদর্শনে দেখা গেছে, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জ্যামাইকা, ব্রঙ্কসের রেস্তোরাঁ ও সড়কে লোকসমাগম কম চোখে পড়ছে। সাধারণত যেখানে প্রচুর ভিড় দেখা যেত, সেখানে এখন মানুষের উপস্থিতি তেমন চোখে পড়ে না।
কয়েকজন এটর্নি বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালার ফলে শুধু নতুন অভিবাসী নয়, বহু পুরোনো অভিবাসীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন। আইনিভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিতে হবে।
এদিকে গত কয়েকদিন ধরে বাংলাদেশি মালিকনাধীন ট্রাভেল এজেন্সিগুলোতে বাংলাদেশের টিকিটের দাম এবং টিকেটের প্রাপ্যতার ব্যাপারে খোঁজ নেয়ার পরিমাণ বেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একজন ট্রাভেল ব্যবসায়ী নবযুগকে বলেন, গত কয়েক দিন ধরে ওয়ানওয়ে টিকিটিকের দাম এবং সহজে লভ্যতার ব্যাপারে খোঁজ নেয়া বেড়েছে। বুধবার বিকেলে জ্যাকসন হাইটেসর দুই জন পরিচিতি আমার অফিসে এসেছিলেন। তার মধ্যে একজনকে তিনি ভালোভাবে চিনেন বলে দাবী করেছেন।
Leave a Reply