1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

পঞ্চগড়ের তাপমাত্রা ৭ ডিগ্রি, তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মাঘ মাসের শুরুতেই শীতপ্রবন জেলা পঞ্চগড়ে হাড় কাঁপানো কনকনে তীব্র শীতে জনজীবনের জবুথবু অবস্থা। আবারও প্রবল শৈতপ্রবাহের কবলে পঞ্চগড়। তাপমাত্রা নেমে এসেছে৭ ডিগ্রির ঘরে। সাধারনত প্রতি বছর মাঘ মাসে পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশী থাকে এবারেও এর ব্যতিক্রম ঘটেনি। রাত থেকেই বৃষ্টির মত কুয়াশা ঝরছে। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে। দিনের বেলাতে গায়ে গরম কাপড় জড়িয়ে বাইরে বের হলেও ঠান্ডা অনুভুত হচ্ছে। রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।

এই শীতে বেশী কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এছাড়া শীতজনিত নানান রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। প্রচন্ড ঠান্ডায় কৃষকরা মাঠে কাজে যেতে পারছেন না।

এদিকে বোরো চারা রোপনের সময় হয়ে আসলেও ঠান্ডার কারণে কৃষকরা এখনো বোরো চারা রোপেনর কাজ শুরু করেতে পারেননি।

জেলার বোদা উপজেলার বোসপাড়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন,ঠান্ডাটা একটু কমে আসুক তার পর বোরো চাষে নামবো। বর্তমানে পঞ্চগড়ে ৭ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।

আজ রবিবার পঞ্চগড়ে সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। বইছে শৈতপ্রবাহ। এ সময় বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ আর ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৪ কিলোমিটার। এর আগে শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com